মেহেরপুরে হাজার বিঘা জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন

৩ সপ্তাহ আগে
মেহেরপুরে জলাবদ্ধতায় থাকা জমির পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকরা। অনাবাদী হয়ে পড়ে থাকা জমিগুলো উদ্ধারের দাবি নিয়ে এ মানববন্ধন করেন তারা।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনে অংশ নেন গাংনী উপজেলার গাংনী উপজেলার তেরাইল, মহাব্বতপুর, বাদিয়াপাড়া ষোলটাকা গ্রামবাসী।

এ সময় গ্রামবাসী অভিযোগ করেন, খাল সংলগ্ন মাঠের প্রায় ১ হাজার বিঘা জমি কয়েক মাস ধরে জলাবদ্ধ হয়ে আছে। এর আগে বারবার খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার বিষয়ে জানানো হয়েছে প্রশাসনকে। অথচ কোনো সুরাহা মেলেনি।


এসময় কৃষকরা জানান, বিভিন্ন সময়ে মানববন্ধন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে মৌখিকভাবে জানানো হয়েছে। নিরুপায় হয়ে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করছেন তারা।


এ সময় তেরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বক্তব্য রাখেন। 

আরও পড়ুন: মেহেরপুরে পেঁয়াজ প্রণোদনার বীজ বিতরণে চরম অনিয়ম

তিনি বলেন, সরকারি খাল দখল করে অনেকেই পুকুর নির্মাণ করেছে। খালের পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেই এ অঞ্চলের কৃষকের জমি উদ্ধার করা সম্ভব। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।


মানববন্ধনে তেরাইল, ষোলটাকা, মহাব্বতপুর, বাদিয়াপাড়ার প্রায় ৩০০ কৃষক অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল সালাম।

]]>
সম্পূর্ণ পড়ুন