মেহেরপুরে আড়াই লক্ষাধিক টাকার অবৈধ জাল ধ্বংস

২ দিন আগে
মেহেরপুর ভৈরব নদীতে আড়াই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। সদর উপজেলার কালাচাঁদপুর ভৈরব নদীতে ঝটিকা অভিযান এ জালগুলো জব্দ করা হয় ।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সদস্যরা।

আরও পড়ুন: পদ্মায় ইলিশ ধরায় মাদারীপুরে ৭ জেলেকে জরিমানা

সরকারি নির্দেশনা অনুযায়ী, অবৈধ চিংড়ি পুশনেট, চায়না দুয়ারি জাল ও নদীতে স্থাপিত অবৈধ বাঁধ অপসারণের মাধ্যমে প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও মজুত সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন