শুধু তাই নয়, অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে যে তার ইন্টার মায়ামিতে যোগ দেয়ার গুঞ্জন চলছে, সেটা নিয়েও দিয়েছেন ইতিবাচক সাড়া।
আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির প্রভাব কতটা তা সবারই জানা। দলের সবচেয়ে সিনিয়র এই ক্যাম্পেইনারের যতটা সম্মান পাওয়া উচিত, লিও পান তার চেয়েও বেশি। এটা তো সর্বজন স্বীকৃত যে কাতার বিশ্বকাপে সতীর্থরা উজাড় করে খেলেছিলেন শুধু মেসিকে উপহার দেয়ার জন্যই।
নানা ইস্যুতে অন্যান্য দলে গ্রুপিং, রেষারেষি থাকলেও আর্জেন্টিনা শিবিরে শোনা যায় না এমন কিছু। বরং সিনিয়র আর জুনিয়রদের মধ্যে সেখানে অসাধারণ বন্ডিং। যেখানে নেতা বলতে সতীর্থরা শুধু মানেন লিওনেল মেসিকেই। এটা কীভাবে সম্ভব করলেন বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার? এই প্রশ্নের জবাব দিয়েছেন রদ্রিগো ডি পল।
তিনি বলেন, ‘সে কখনোই বেশি কথা বলে না। কিন্তু তার আচরণ সব কিছু বলে দেয়। যেমন ধরুন দুপুর ১টায় আমাদের লাঞ্চ টাইম। সে ১টা বাজার আগেই ডাইনিং-এ চলে আসবে। কোনো রকমের বাক্য বিনিময় ছাড়া সে দলের মধ্যে শৃঙ্খলা তৈরি করে। মাঝেমধ্যে আমরা একে অপরের দিকে তাকাই। তাতেই বুঝে যাই কী করতে হবে। এটা দলের গতি বৃদ্ধি করে।’
আরও পড়ুন: ফ্লপ সাইনিং থেকে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার রহস্য জানালেন এনজো
সম্প্রতি ট্রান্সফার মার্কেটে গুঞ্জন অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেবেন ডি পল। বাতাসে এমন কথা ছড়ালেও প্রক্রিয়া মোটেও সহজ নয়। মাদ্রিদে তার হাই স্যালারি এমএলএস সাইনিং-এ বড় প্রতিবন্ধকতা। তবে সেই সমস্যারও সমাধান আছে। মেজর লিগ সকারে নিজের ভবিষ্যৎ নিয়ে সরাসরি কিছু না বললেও ইতিবাচক সাড়াই ঠিকই দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
ডি পল বলেন, ‘আমি কোপা লিবার্তাদোরেস খেলতে চাই। অনেক সময় টাকা পয়সার বিষয় বড় থাকে না। নিজের আবেগ অনুভূতিকে বড় করে দেখতে হয়। কোনো ক্লাব যদি তার খেলোয়াড়দের সেভাবে সম্মান করে তাহলে তার প্রতিদান দিতে হয়। যেটা আমি উদিনেসে থাকতে পেয়েছিলাম। টাকা আমাকে কখনোই উজ্জীবিত করতে পারেনি। আমার কাছে অনুভূতিটাই আসল।’
আরও পড়ুন: জার্সি উপহার দেবেন, তাই ভক্তের কাছে ঠিকানা চেয়ে বার্তা মেসির
একটা ব্যালেন্স দল গড়তে বেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্টার মায়ামি। আর এই জায়গায় তাদের প্রথম পছন্দ ডে পল। সব কিছু ব্যাটে বলে মিলে গেলে মেসির সঙ্গে তার ক্যামেস্ট্রি দেখা যেতে পারে মায়ামিতেও।
]]>