পাঁচ ফুটবলারের প্রসঙ্গে উত্তর ভুল হওয়ার সম্ভাবনা বেশি কেন? এই লিগটিতে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। নামগুলো খুব পরিচিত, তারা একসঙ্গে লম্বা সময় খেলেছেন বার্সেলোনায়। সেরা পাঁচের তালিকায় যদি কেউ এই তিনজনের সবাইকে রাখেন, তবে উত্তর ভুলই।
সর্বোচ্চ বেতন পাওয়াদের সেরা পাঁচের মধ্যে ইন্টার মায়ামির দুই তারকা আছেন। একজন তো মেসি। অন্যজন কে? লুইস সুয়ারেজের কথা বলাই স্বাভাবিক। ইউরোপে মেসির সঙ্গে তার জুটিই তো সবচেয়ে বেশি আলোচিত। কিন্তু ইন্টার মায়ামিতে মেসির পর সবচেয়ে বেশি বেতন পান সার্জিও বুসকেটস। গোল ডটকমের তথ্যানুযায়ী, তার বেতনের পরিমাণ সপ্তাহে ১ লাখ ৬৮ হাজার মার্কিন ডলার, বছরে ৮৭ লাখ ৭৪ হাজার মার্কিন ডলার। সুয়ারেজের বেতন প্রতি সপ্তাহে ২৮ হাজার ডলার।
আরও পড়ুন: ২২ মাস জাতীয় দলের বাইরে থাকার কারণ পরিষ্কার করলেন কোর্তোয়া
মেসি প্রতি সপ্তাহে বেতন পান ৩ লাখ ৯৩ হাজার ডলার, বছরে ১ কোটি ৫৭ লাখ ডলার। মেজর লিগ সকারে সর্বোচ্চ বেতন পাওয়ার হিসাবে এরপরই আছেন টরন্টো এফসির লরেঞ্জ ইনসিনিয়ে। তিনি প্রতি সপ্তাহে পান ২ লাখ ৯৬ হাজার ডলার, এরপরই বুসকেটস।
তিনে আবার টরন্টো এফসি, দলটির ইতালিয়ান ফুটবলার ফেদেরিকো বারনারদেস্কির পেছনে খরচ ১ লাখ ২১ হাজার ডলার। নিউইর্য়ক রেড বুলস এমিল ফোর্সবার্গকে প্রতি সপ্তাহে দেয় ১ লাখ ১৬ হাজার ডলার।