ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

২০ ঘন্টা আগে
ভারতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণকালে দেশটির গুজরাটের জামনগরে যুদ্ধবিমানটি ভেঙে পেড়ে। এতে পাইলটের মৃত্যু হয়েছে। আরও একজন আহত হয়েছেন।

এনডিটিভি বলছে, বুধবার (২ এপ্রিল) রাতে গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগরে ভারতীয় বিমান বাহিনীর ওই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং তাতে আগুন লাগে।

 

পুলিশ জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে একজন পাইলট বিমান থেকে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। অন্যজনকে গ্রামবাসীরা মৃত অবস্থায় খুঁজে পেয়েছেন।

 

ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দুই আসনের জাগুয়ার নামে যুদ্ধবিমানটি ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ যুদ্ধবিমান।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপরই ঘটনাস্থলে ঘন ধোঁয়া দেখেছেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

 

এর আগে গত সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় গুজরাটের মেহসানা শহরের কাছাকাছি একটি খোলা মাঠে বেসরকারি প্রশিক্ষণ একাডেমির একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এক নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন