এক সময় বিশ্ব ফুটবলের সেরা ত্রয়ী ছিলেন—নেইমার, মেসি এবং সুয়ারেজ। এই ত্রয়ীর জাদুতে বার্সেলোনা জিতেছে অনেক ট্রফি। নিজেদের শেষ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটাও এই ত্রয়ীর কল্যাণেই পেয়েছিল বার্সেলোনা। তবে ২০১৭ সালে ভেঙে যায় এই জুটি। নেইমার পাড়ি জমান পিএসজিতে। এরপর মেসিও পিএসজিতে যোগ দিয়েছিলেন। তবে সুয়ারেজ আর তাদের সঙ্গে একত্রিত হননি।
সিএনএনের সঙ্গে এক আলাপচারিতায় নেইমার জানালেন, আবারও তাদের সঙ্গে খেলার সম্ভাবনা দেখেন তিনি। নেইমার বলেন, 'অবশ্যই মেসি ও সুয়ারেসের সঙ্গে আবার খেলা হবে অবিশ্বাস্য। তারা আমার বন্ধু এবং এখনও আমরা কথা বলি। সেই ত্রয়ীকে পুনরুজ্জীবিত করা আকর্ষণীয় হবে। আমি আল হিলালে সুখী, আমি সৌদি আরবে সুখী। তবে কে জানে, ফুটবল তো চমকে পূর্ণ।'
আরও পড়ুন: 'রবিনহুড' নটিংহ্যাম লুটেই যাচ্ছে কিন্তু কাউকে দিচ্ছে না
২০২৩ সালে ৯ কোটি ইউরোতে পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। ইনজুরির কারণে এখন পর্যন্ত মাত্র ৭টি ম্যাচ হিলালের হয়ে খেলতে পেরেছেন নেইমার। আগামী জুনে সৌদি ক্লাবটির সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। কে জানে, তখন হয়তো ফ্রি এজেন্ট হয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ-ও দিতে পারেন নেইমার। তখন আবারও দেখা মিলবে মেসি-সুয়ারেজ-নেইমার জুটি।
এদিকে ৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলে তার অধ্যায় শেষ হতে আর কোনো শিরোপা না জিতেই। কিছুদিন আগেই নেইমার বলেছেন, ২০২৬ বিশ্বকাপে শেষ একটা চেষ্টা করতে চান তিনি।