স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল চারটার পরপরই আকাশে ঘন কালো মেঘ জমে। মুহূর্তের মধ্যেই শুরু হয় প্রবল গতির ঝড় ও মেঘের গর্জন। কিছু সময় পর নামে মুষলধারে বৃষ্টি। ঝড়-বৃষ্টির তাণ্ডবে অনেক এলাকায় গাছপালা উপড়ে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় পত্নীতলা ও সদর উপজেলার বেশ কিছু গ্রাম এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
বিশেষ করে পত্নীতলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি, মহাদেবপুরের বিলশিকারী ও দেওয়ানপুর এবং সদর উপজেলার হাসাইগাড়ী এলাকায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। বহু কাঁচা ঘরবাড়ি, দোকান ও গাছপালা ভেঙে পড়েছে। কিছু এলাকায় ফসলের ক্ষতিও হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
আরও পড়ুন: নওগাঁয় সাংবাদিক নির্যাতন মামলার আসামি কারাগারে প্রেরণ
এদিকে সদর উপজেলার হাসাইগাড়ী বিল এলাকায় বজ্রাঘাতে মফিজ উদ্দিন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি বিকেলে বিলে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় নকল ওষুধ তৈরির কারখানা, পরিচালকের কারাদণ্ড-জরিমানা
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছরেও এমন হঠাৎ ঝড় দেখা যায়নি। বিকেলের শান্ত পরিবেশ এক মুহূর্তেই ঝড়ে তছনছ হয়ে যায়। এখনো বহু এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
]]>