মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

৩ সপ্তাহ আগে
মুন্সীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানের মোস্তফাগঞ্জে মুক্তারপুর-শ্রীনগর সড়কে এই দুর্ঘটনা ঘটে। একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে বাইক আরোহী কলেজ ছাত্র এনামুল হক (২০) নিহত হন। আরও তিনজন গুরুতর আহত হন। আহতরা হলেন মোটরসাইকেল চালক বিল্লাল হোসেন (১৭), দুই অটোরিকশা যাত্রী ফিরোজ মিয়া (৩৫) ও  আলমগীর হোসেন (৪৫)। তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আরও পড়ুন: সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলটি মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আসছিল ব্যাটারিচালিত অটোরিকশাটি। হঠাৎ দুটির বাহনের মধ্যে সংঘর্ষ ঘটে।

 

সংঘর্ষের পর অটোরিকশাটি ছিটকে পার্শ্ববর্তী একটি পুকুরের মধ্যে গিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিস। 

 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত তিনজনকে দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেন। সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে বেপোরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। 

 

আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

]]>
সম্পূর্ণ পড়ুন