প্রথম ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার গনাইশার গ্রামে। নানাবাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের পুকরে ডুবে যায় মোস্তাকিম নামে ৩ বছরের শিশু।
মোস্তাকিম উপজেলার বেতকা গ্রামের মোঃ পারভেজের ছেলে। মঙ্গলবার দিনের বেলায় মোস্তাকিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল নাা। এরপর নানাবাড়ির সবাই খুঁজতে শুরু করেন।
এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে নেমে খোঁজা শুরু করলে সেখানে ডুবন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
দ্বিতীয় ঘটনাটি উপজেলার বড়াইল গ্রামের। এখানে একটি পুকুরের পানিতে ডুবে তানহা নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়।
তানহা ওই গ্রামের সেকুল শেখের মেয়ে। তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
]]>