মুথুসামি-বশের বোলিং তোপে ইনিংস ব্যবধানে হার জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের স্বাদ পেলো জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের মাঠে ইনিংস ও ২৩৬ রানের ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। শুরুতে ৫ উইকেটে ৬২৬ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৭০ ও দ্বিতীয় ইনিংসে ২২০ অলআউট হয় জিম্বাবুয়ে।

এক উইকেটে ৫১ রান তৃতীয় দিন সকালে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দিনের প্রথম উইকেটটি শিকার করেন মুথুসামি। কাইটানোকে সাজঘরে পাঠান তিনি। জিম্বাবুইয়ান ওপেনার ৭৬ বলে ৪০ রান করে আউট হন। শেন উইলিয়ামস দ্বিতীয় ইনিংসেও ঝড়ো শুরুর বার্তা দিয়ে ১০ বলে ১১ রান করে আউট হন। উইয়ান মুল্ডারের বলে বোল্ড হন তিনি। 

 

আরও পড়ুন: ক্রিকেটে অনেক ভালো বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই: সাকিব

 

দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন নিক ওয়েলস। ১২৬ বলে ৫৫ রান করেন তিনি। তাকেও সাজঘরে ফেরান মুথুসামি। ক্রেইগ আরভিনও অর্ধশতকের কাছে গিয়ে আউট হয়েছেন। বশের শিকার হওয়ার আগে আরভিন করেন ৯৫ বলে ৪৯ রান।

 

দলের বাকি ব্যাটারদের মধ্যে আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারেননি। ফলে ২২০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার পক্ষে বশ নেন চারটি উইকেট এবং মুথুসামি নেন তিনটি উইকেট। মাত্র ৩৮ রান খরচ করেই চারটি উইকেট শিকার করেন বশ। 

 

আরও পড়ুন: শুধু টাকার জন্য কেউ ক্রিকেট খেলে না: রনি

 

দক্ষিণ আফ্রিকা ম্যাচটি জিতেছে ইনিংস ও ২৩৬ রানের ব্যবধানে। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল প্রোটিয়ারা। সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ব্যাট হাতে ৫৩১ রান ও বল হাতে সাত উইকেট শিকার করা মুল্ডার। 

 

এর আগে ৫ উইকেট হারিয়ে ৬২৬ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। বিশাল রান করার পথে ৩৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন উইয়ান মুল্ডার। এছাড়া বেডিংহাম খেলেন ৮২ রানের ইনিংস এবং প্রিটোরিয়াস করেন ৭৮ রান।

]]>
সম্পূর্ণ পড়ুন