মিরপুরের চেয়েও বাজে পিচের নাম জানালেন মুশতাক আহমেদ

২ সপ্তাহ আগে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অল্প রান করেও সহজ জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের ম্যাচ জয়ের পর প্রশ্ন ওঠে মিরপুরের পিচ নিয়ে। অনেকেই মনে করেন, মিরপুরের পিচ ছিল স্পিনারদের জন্য বাড়তি সুবিধা। যার কারণে বিসিবি'র সমালোচনা করছেন সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ সমালোচকদের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, এর চেয়েও বাজে পিচ দেখেছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি বলেছিলেন, তিনি কখনও এমন উইকেট দেখেননি। আর সেই উইকেটই ওয়েস্ট ইন্ডিজের হারের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশের স্পিন কোচ সাবেক পাকিস্তানি স্পিনার মুশতাক আহমেদ স্মৃতিচারণ করে বলেছেন ১৯৯৯ সালে দিল্লির পিচ এর চেয়েও বাজে ছিল। সেই ম্যাচে ভারতের কিংবদন্তী স্পিনার অনিল কুম্বলে এক ইনিংসে ১০ উইকেট পেয়েছিলেন।


মুশতাক আহমেদ বলেন, ‘আমার ক্যারিয়ারে মিরপুরের চেয়ে কালো উইকেট অনেকবার দেখেছি। অনিল কুম্বলে যেবার ইনিংসে ১০ উইকেট পেল, সেই উইকেট মিরপুরের চেয়ে বাজে ছিল।’


আরও পড়ুন: রিশাদকে টেস্ট ক্রিকেটে খেলানোর পক্ষে মুশতাক 


প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে দারুণ শুরুর পরও ১৩৩ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। অতিথিদের অলআউট করার পথে রিশাদ হোসেন একাই নেন ৬ উইকেট। এছাড়া তানভীর ইসলাম ও মেহেদি হাসান মিরাজের শিকার একটি করে উইকেট। মিরপুরের টার্নিং উইকেটে স্পিনাররা কীভাবে আরও ভালো করতে পারে সে পরামর্শ দিয়ে রাখলেন মুশতাক।


তিনি বলেন, ‘এমন পিচে স্পিনার হিসেবে আপনি উত্তেজিত হবেন, কিন্তু উত্তেজনা আপনার ভালো করার প্রক্রিয়া ভুলিয়ে দিতে পারে। প্রক্রিয়া-ই সব। উইকেট পেতে হলে ভালো ওভার করতে হয়, শুধু ভালো বোলিং নয়। ঘোরানো পিচে আমার বার্তাটি সহজ। ভালো বোলিং করো, উইকেট আসবেই। তোমার প্রক্রিয়াটি মনে রাখো এবং বিশ্বাস রাখো।'

]]>
সম্পূর্ণ পড়ুন