শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরপুরের কালশীতে এ ঘটনা ঘটে।
আহত সুমনের স্ত্রী মাহিমা আক্তার জানান, তাদের বাসা মিরপুর কালশির ১১ নম্বর রোডে। তার স্বামী এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে সিসি ক্যামেরা লাগানোর কাজ করেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কালশি আদর্শনগর ২২ তলা বিল্ডিংয়ে পেছনে স্থানীয় সন্ত্রাসী ডাশা শরিফ, মাল্লা কবির, মশু মিয়াসহ ১৫ থেকে ১৬ জন মিলে তার স্বামীকে মারধর করেন। এক পর্যায়ে পেটের বাম পাশে গুলি করেন।
আরও পড়ুন: রাজধানীতে মাদক নিয়ে দ্বন্দ্বে দুই যুবক গুলিবিদ্ধ
মাহিমা জানান, মাল্লা কবির ইয়াবা ব্যবসায়ী এবং সন্ত্রাসী। কিছু দিন আগে সেনাবাহিনী তাদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও টাকা উদ্ধার করে। লাভলীর ছেলে ও ছোটভাই সুমন সেনাবাহিনীকে তথ্য দিয়েছে বলে সেই ঘটনার পর থেকে সন্দেহ করত এবং তাদেরকে পরবর্তীকালে পেলে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। সেই ঘটনার জের ধরে শনিবার রাতে তাকে মেরে ফেলার জন্য গুলি করেছে।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত সুমনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আর লাভলী চিকিৎসা শেষে বাসায় ফিরেছে। ঘটনাটি পল্লবী থানা পুলিশ তদন্ত করছে।
]]>