মিরপুরে ঐচ্ছিক অনুশীলনে শান্ত, রিয়াদ এবং মোস্তাফিজ

৪ সপ্তাহ আগে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে মিরপুরে ঐচ্ছিক অনুশীলন করেছেন জাতীয় দলের তিন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজ আর নাজমুল হোসেন শান্ত। কুঁচকির ইনজুরি থেকে সেরে ওঠা টাইগার অধিনায়ক এদিন প্রথমবারের মতো করেছেন রানিং। তবে শঙ্কা আছে তাওহীদ হৃদয়কে নিয়ে। বগুড়ায় ব্যক্তিগত অনুশীলনে চোটের কারণে অনিশ্চিত এই মিডলঅর্ডার ব্যাটস্যানের ক্যারিবীয়ান সফর। এদিকে এনসিএল টি-টোয়েন্টি ফরম্যাটকে সামনে রেখে ফিটনেস পরীক্ষায় পাশের পরদিনই, মিরপুরের ইনডোরের আউটার মাঠে দীর্ঘসময় ব্যাটিং করেছেন তামিম ইকবাল।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন কুঁচকিতে চোট পান শান্ত। যে কারণে মিস করছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে বিসিবি সূত্র নিশ্চিত করেছে, ক্যারিবীয়ান সিরিজ খেলতে বাঁধা নেই তার। দু'এক দিনের মধ্যে শুরু করবেন ব্যাটিং প্র্যাক্টিসও।


এদিন হোম অব ক্রিকেটে অনুশীলন করেছেন ওয়ানডে দলের আরও দুই সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ আর মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ শুধু জিম করলেও রিয়াদ করেছেন রানিংও। তবে শঙ্কা তাওহীদ হৃদয়কে নিয়ে। এনসিএলের লংগার ভার্সন না খেললেও হৃদয় নিজেকে প্রস্তুত করছিলেন ক্যারিবীয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য। কিন্তু বগুড়ায় বুধবার (২৭ নভেম্বর) ব্যক্তিগত অনুশীলনের সময় চোট পান তিনি। হৃদয়ের জন্য পিছিয়ে যেতে পারে টাইগারদের ওয়ানডে স্কোয়াড ঘোষণার তারিখ। ঢাকায় এসে এমআরআই করে তার ফলের পরেই সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। তবে তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।


আরও পড়ুন: এনসিএলের সব ম্যাচ হবে সিলেটে 


জাতীয় দলের পাশাপাশি প্রস্তুতি সারছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও। এনসিএল টি-টোয়েন্টি ফরম্যাটকে সামনে রেখে ফিটসের পরীক্ষায় উত্তীর্ণের পরদিনই দীর্ঘ সময় ব্যাটিং করেছেন তামিম ইকবাল। এসময় তার সঙ্গে ছিলেন কোচ সোহেল ইসলাম।


তামিমের সঙ্গে আসন্ন বিপিএলে একই দল ফরচুন বরিশালে খেলবেন পেসার রিপন মন্ডল। এদিন খান সাবেকে বোলিং করছেন রিপন। মিলেছে বিশেষ টিপস-ও।


এদিকে আসন্ন এনসিএল নিয়ে পূর্বের অবস্থান থেকে সরে এসেছে বিসিবি। হোম অব ক্রিকেটে টুর্নামেন্টের নক আউট আর ফাইনাল হওয়ার কথা থাকলেও সংস্কার কাজ আর বিপিএলের কর্নসাটের জন্য সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 

]]>
সম্পূর্ণ পড়ুন