এ সময় খেলায় অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মো. লুৎফর, মো. শরীফ, মো. শামীম, গোপাল, মো. মাহবুব, রাসেল, শ্রীলংকান প্রবাসী বুদ্ধিকা, ইন্ডিয়ান প্রবাসী চন্দ্র কুমার।
প্রবাসীরা ছাড়াও উষ্ণ অভ্যর্থনায় উপস্থিত ছিলেন ভিলা নটিকা প্যারাডাইজ আইল্যান্ড রিসোর্টের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম নাহিদ ও রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সালে এবং অপারেশন ম্যানেজার মো. হামদুন।
আরও পড়ুন: মুথুসামি-বশের বোলিং তোপে ইনিংস ব্যবধানে হার জিম্বাবুয়ের
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকেলে রিসোর্টটিতে কর্মরত প্রবাসী ক্রিকেট প্রেমীদের সাথে খোলা মাঠে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেন মুশফিকুর রহিম। এ সময় দারুণ দারুণ শটে আগত সবাইকে মুগ্ধ করেছেন মুশফিক।
খেলা উপভোগ করতে আসা প্রবাসী একদল তরুণের প্রতিনিধি হয়ে মো. রাসেল বলেন, ‘মুশফিক ভাই আমাদের সাথে আন্তরিকতার সাথেই খেলেছেন, আমাদের কাছে মুশফিক ভাইয়ের খেলা বেশি ভালো লেগেছে।’
আরও পড়ুন: ক্রিকেটে অনেক ভালো বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই: সাকিব
‘তার ব্যাটিংয়ের যে ধরন, তিনি আন্তর্জাতিক ম্যাচেও পরিস্থিতি বুঝে খেলা ধরে ফেলতে পারেন এবং সব মিলিয়ে চমৎকার ব্যাটিং করেন তিনি। এ জন্য মুশফিক ভাইকে আমাদের বেশি ভালো লাগে এবংকি এত সুন্দর খেলার আয়োজনের জন্য আমাদেরকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।’ একইসাথে প্রবাসের মাটিতে দেশের বদনাম হয় এমন কোন কাজ না করারও অনুরোধ জানান বলে যোগ করেন উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা।
গত ১ জুলাই মুশফিকুর রহিম ৬ দিনের মালদ্বীপ ভ্রমণে এসেছিলেন বলেও জানান রিসোর্টটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশি মো. রাসেল। এছাড়া মালদ্বীপে কাটানো সময়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্রিকেট ভক্তদের সাথে শেয়ার করছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার।
]]>