টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের ওপর ‘মার্কিন আগ্রাসনের’ প্রতিশোধ হিসেবে এই আক্রমণ করা হয়েছে। এটি গত ২৪ ঘণ্টার মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে তৃতীয় হামলা।
সারি বলেন, ‘ঘোষিত অভিযানের এলাকায় মার্কিন শত্রু যুদ্ধজাহাজ লক্ষ্য করে সশস্ত্র বাহিনীর অভিযান ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, লোহিত সাগরে ইসরাইলি জাহাজ চলাচল নিষিদ্ধ করাসহ ইসরাইলের বিরুদ্ধে হুতির সামরিক অভিযান ‘গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত থামবে না’।
আরও পড়ুন: জবাব দিলো হামাস, রকেট হামলায় কাঁপল ইসরাইল
তবে মার্কিন সেনাবাহিনী বা পেন্টাগন এখনও হুতিদের হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর আগে মঙ্গলবার (১ এপ্রিল) হুতি গোষ্ঠী জানায়, পশ্চিম ইয়েমেনের আল-হুদাইদাহ প্রদেশে মার্কিন বিমান হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।
হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ইয়েমেনজুড়ে মার্কিন বিমান হামলায় ৬২ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে, যাদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
]]>