মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জেতা তারকা

৩ দিন আগে
ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম বিশ্বকাপ জেতা অলরাউন্ডার বার্নার্ড জুলিয়েন গত শনিবার (৪ সেপ্টেম্বর) মারা গেছেন। ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজ দলে কিংবদন্তিদের ভিড়ে তার নামটা অনেকেই জানেন না। উত্তর ত্রিনিদাদের ভালসেইন শহরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বার্নার্ড। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আজ থেকে ৫০ বছর আগে ১৯৭৫ সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। সেই দলের সদস্য ছিলেন বার্নার্ড জুলিয়েন। ৭৫ বিশ্বকাপে দারুণ খেলেছেন তিনি। সেই বিশ্বকাপে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে তার দুর্দান্ত পারফরমেন্স সকলের মনে থাকবে। দুই ম্যাচেই ৪টি করে উইকেট নিয়েছিলেন তিনি।


১৯৭৩ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন বার্নার্ড জুলিয়েন। ১২১ রানের সেই ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছিল দারুণ এক জয়। ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ২৪ টেস্ট ও ১২ ওয়ানডেতে খেলেছেন জুলিয়েন।


আরও পড়ুন: রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর কারণ ব্যাখ্যা করলেন ভারতের নির্বাচক 


এদিকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ড. কিশোর শ্যালো বলেছেন, ‘বার্নার্ড জুলিয়েনের পরিবার, বন্ধু আর আপনজনদের প্রতি রইল গভীর সমবেদনা। তাঁর চলে যাওয়া আমাদের মনে করিয়ে দেয়—যে জীবন কোনো উদ্দেশ্যে নিবেদিত, তা আসলে কখনো শেষ হয় না। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই শোকের সময়ে তাঁর পরিবারের পাশে আছে।’  


দেশের হয়ে খেলার পাশাপাশি ১৯৭০ থেকে ১৯৭৭ পর্যন্ত ইংল্যান্ডের কাউন্টি দল কেন্টের হয়েও খেলেছেন জুলিয়েন। তবে ১৯৮২-৮৩ সালে বর্ণবৈষম্যের সময় দক্ষিণ আফ্রিকা সফর করা বিদ্রোহী ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দেয়ার পর থেমে যায় তার ক্যারিয়ার। 

]]>
সম্পূর্ণ পড়ুন