শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কেন্দ্রের ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন তিনি। পাশাপাশি কেন্দ্রটিতে একটি বৃক্ষরোপণ ও আঞ্চলিক কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন ।
আঞ্চলিক কেন্দ্র উদ্বাধনের পরে সৈয়দপুরের একটি রিসোটে বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রে কর্মশালা আয়োজন করা হয়। এসময় স্থানীয় পোল্ট্রি খামারিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, ‘এই অঞ্চলটি প্রাণিসম্পদের জন্য ভালো। এ কেন্দ্রে মূলত পোল্ট্রি গবেষণা করা হবে। ডিম ও মাংসের চাহিদা পূরণ করার জন্য এ কেন্দ্রটি করা হয়েছে। রংপুর অঞ্চলের মহিলাদের প্রশিক্ষণ দেয়া হবে। আমাদের দেশের মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না।’
আরও পড়ুন: হাওড়ে অপরিকল্পিত বাঁধে জীববৈচিত্রে নেতিবাচক প্রভাব পড়ছে: মৎস্য উপদেষ্টা
তিনি আরও বলেন, ‘বিদেশ থেকে মাংস আনার যে প্রক্রিয়া ছিল তা আর দরকার নেই। বিদেশ থেকে মাংস আমদানি করলে মাংসের সঙ্গে বিভিন্ন ধরনের রোগ বালাই আসার আশঙ্কা রয়েই যায়। তাই এই কেন্দ্রে থেকে গবেষণার মাধ্যমে মাংস উৎপাদনে সহায়ক ভূমিকা রাখবে। যা দেশের চাহিদা পূরণে সহায়ক হবে এবং প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট খামারিদের জন্য অনেক উপকারে আসবে।’
এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড.মো.আবু সুফিয়ান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক প্রমুখ।