মাদারীপুরে হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে জখম

৩ সপ্তাহ আগে
মাদারীপুরের শিবচরে রাকিব মাদবর (২৪) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এতে পৌর এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শিবচর পৌর এলাকার প্রধান সড়কের ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। 


আহত রাকিব শিবচরের চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। সে ওই এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি।


স্থানীয়রা জানায়, রোববার রাত ৮ টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব মাদবর। এ সময় প্রকাশ্যে রাকিবের ওপর অতর্কিত হামলা চালায় ৫-৬ জন দুর্বৃত্ত। দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে রাকিব সড়কে লুটিয়ে পড়লে পালিয়ে যায় হামলাকারীরা।


আশেপাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে ওই যুবকে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আরও পড়ুন: মাদারীপুরে এক ইতালি প্রবাসীর ঘরে ঢুকে ৪ জনকে কুপিয়ে জখম


শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশিদুল ইসলাম বলেন, 'গুরুতর জখম অবস্থায় রাকিবকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক।'


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে। আহত রাকিব চরশ্যামাইল এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিল। পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলার ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'


উল্লেখ্য, গত ৬ মে পূর্ব শত্রুতার জেরে শিবচর উপজেলার চরশ্যামাইল সরদারকান্দি এলাকার কালাম সরদারের ছেলে ইবনে সামাদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। ২১ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঢাকা মেডিকেলে মারা যায় ইবনে সামাদ। এই ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিলেন রাকিব। সম্প্রতি তিনি জামিনে বের হয়ে নিজ এলাকায় আসেন। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন