বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় সড়কের পাশে ঝোপঝাড়ের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তবে পরিচয় এখনও সনাক্ত হয়নি। ধারনা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।
সন্ধ্যায় শিবচরের পাঁচ্চর এলাকায় রেললাইনের পাশের একটি ঝোঁপের মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়দের মতে, ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে পুলিশকে খবর দিলে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হবে। স্থানীয়দের মতে, ট্রেনের ধাক্কায় লোকটির মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি, তবে চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু ঘটনাটি রেল লাইনের পাশে সেহেতু এটা রেল পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। থানা পুলিশ রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি।’