প্রত্যক্ষদর্শীরা জানান, কালকিনি উপজেলা চত্বরে দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক জনসভার আয়োজন করেন সেনাবাহিনীর মেজর (অব.) রেজাউল করিম রেজা। এই জনসভায় হঠাৎ অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এ সময় হামলায় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, স্থানীয় সাংবাদিক ইব্রাহিম সবুজসহ আহত হন অন্তত ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনার পর উপজেলা চত্বরে থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।
আরও পড়ুন: ফরিদপুরে ক্যারাম খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান, সমাবেশে হামলার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।