মাদারীপুরে কিশোর-কিশোরীর প্রেম নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

৩ দিন আগে
মাদারীপুরে কিশোর-কিশোরীর প্রেমকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজৈর উপজেলার পাখুল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: জয়দেব (৪৫), গোপাল বালা (৩৫), মিন্টু বালা (৩৫), স্বপন বালা ( ৬০), অসিত বালা (৩০), প্রকাশ বালা (৫০), বঙ্কিম বালা (৫৭) সুজয় বালা (৩৭), তুলিরানী বালা (৩২) উত্তম বালা (৫৩) নরেশ বালা (৫৬) ও সাগর বালা (২৫)। তাদের সবার বাড়ি একই এলাকায়।


স্থানীয়রা জানান, এলাকার স্কুল পড়ুয়া দুই কিশোর-কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে দুপক্ষের আত্মীয়দের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা চলছে। এরই জেরে সোমবার দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে নারীসহ উভয়পক্ষের ১২ জন আহত হন।


আরও পড়ুন: ফরিদপুরে ক্যারাম খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০


খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ খান জানান, ঘটনার পরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

]]>
সম্পূর্ণ পড়ুন