মাথায় কৃত্রিম খুলি প্রতিস্থাপন করলেন ডা. ইসমাঈল

৩ সপ্তাহ আগে
অভিনব অপারেশনের মাধ্যমে চট্টগ্রামে আকিব নামে এক তরুণের মাথায় প্রতিস্থাপন করা হয়েছে কৃত্রিম খুলি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অস্ত্রোপচারকে বলা হয় ক্র্যানিওপ্লাস্টি। বাংলাদেশে এ ধরনের জটিল সার্জারি এখনো বিরল।

তরুণ আকিব চাকরি করতেন একটা বহুজাতিক মাইক্রোক্রেডিট কোম্পানিতে। গত ১৫ই এপ্রিল মোটরসাইকেল চালিয়ে অফিসে যাওয়ার সময় সকাল ৯টায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হন। মাথার খুলির বড় অংশ ভেঙে যায় এবং ব্রেইনের একটি অংশ বাইরে বেরিয়ে পড়ে। গুরুতর অবস্থায় হাসপাতালে আসার পর জরুরি ভিত্তিতে তার মাথার খুলি অপসারণ করে জীবনরক্ষাকারী অপারেশন করেন নিউরোসার্জন ডা. ইসমাঈল।


আকিবের বড় ভাই আব্দুল মোমেন আবির বলেন, ‘আমার ভাই উখিয়া যাওয়ার পথে সকাল ৯টায় এক্সিডেন্ট করেন। ৪টি সরকারি বেসরকারি হাসপাতাল ঘুরে আমরা প্রায় ১৩ ঘণ্টা পর ডা. ইসমাঈলের স্মরণাপন্ন হই। ততক্ষণে আমার ভাইয়ের অবস্থা মৃতপ্রায়। ডা. ইসমাঈলের অসাধারণ অপারেশন দক্ষতায় আমার ভাই নতুন জীবন ফিরে পেয়েছে।


তিনি আরও বলেন, ‘আকিব ডা. ইসমাঈলের তত্ত্বাবধানে টানা চিকিৎসাধীন ছিলেন। অবস্থা স্থিতিশীল হলে তার মাথার জন্য বিশেষভাবে নকশা করা কৃত্রিম খুলি তৈরি করা হয়। গত পরশু সফলভাবে সেই খুলি প্রতিস্থাপন করা হয়।’


আরও পড়ুন: পায়ের আঙুল লাগানো হলো হাতে!


ডা. ইসমাঈল জানান, আধুনিক ইমেজিং প্রযুক্তি (সিটিস্ক্যান, থ্রিডি প্রিন্টিং) ব্যবহার করে রোগীর মাথার গঠন অনুযায়ী হুবহু খুলি ডিজাইন করা হয়। পরে বিশেষ বায়োকম্প্যাটিবল মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয় খুলি, যা মানবদেহে নিরাপদ এবং দীর্ঘস্থায়ী। এই প্রতিস্থাপন শুধু ব্রেইনকে সুরক্ষা দেয় না, রোগীর স্বাভাবিক চেহারাও ফিরিয়ে আনে।


ডা. ইসমাঈল আরও বলেন, রোগীর জীবন বাঁচানোই ছিল প্রথম চ্যালেঞ্জ। তবে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কৃত্রিম খুলি প্রতিস্থাপন ছিল অপরিহার্য। আমরা সেটি করতে পেরে গর্বিত।


আরও পড়ুন: বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে শূকরের ফুসফুস প্রতিস্থাপন


বিশেষজ্ঞরা বলেন, বিশ্বের উন্নত দেশে এ ধরনের সার্জারি নিয়মিত হলেও বাংলাদেশে এটি এখনো ব্যতিক্রম। সফল এই অস্ত্রোপচার প্রমাণ করছে- আমাদের দেশেও জটিল নিউরোসার্জারি সম্ভব এবং রোগীরা দেশে বসেই আধুনিক চিকিৎসা সুবিধা পেতে পারেন।


বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনা ও অন্যান্য কারণে মারাত্মক মাথার আঘাতে আক্রান্ত হন। এ ধরনের সার্জারি নিয়মিত করা গেলে অসংখ্য রোগী দেশে থেকেই জীবনরক্ষাকারী ও উন্নতমানের চিকিৎসা পাবেন।


চট্টগ্রামে আকিবের এই অপারেশন তাই শুধু একজন রোগীর সাফল্যের গল্প নয়; এটি বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে এক অনন্যা অধ্যায়ের সূচনা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন