মাঠে কাকে পেলাম কিংবা পেলাম না, সেটা নিয়ে বসে থাকার সুযোগ নেই: স্ক্যালোনি

২ সপ্তাহ আগে
বড় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে ইনজুরিতে জর্জরিত দল নিয়ে মহা বিপাকে লিওনেল স্ক্যালোনি। আগেই ছিটকে গেছেন লিওনেল মেসি। সেই তালিকায় যুক্ত হয়েছে লাউতারো মার্তিনেজ, মন্তিয়েল, পাওলো দিবালার মতো তারকা। উরুগুয়ের স্তাদিও সেন্তানারিওতে ম্যাচ শুরু হবে শনিবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টায়।

লিওনেল মেসি দলে থাকা মানেই বাড়তি শক্তি, প্রতিপক্ষের জন্য চরম অস্বস্তি। এবার সেই অস্বস্তি পোহাতে হচ্ছে আর্জেন্টিনাকে। মাসল স্ট্রেইনের জন্য মার্চ উইন্ডোর বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেছেন লিও। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যেটা বিশ্ব চ্যাম্পিয়নদের বড় ক্ষতি। 

 

শুধু মেসি নন, অপয়া মার্চ উইন্ডোতে ইনজুরির লম্বা তালিকা আর্জেন্টিনা দলে। স্ট্রাইকিং পজিশন থেকে আরও ছিটকে গেছেন লউতারো মার্তিনেজ, পাওলো দিবালা। একই কারণে অ্যাটাকিং মিডে নেই জিওভান্নি লো সেলসো। এছাড়াও ডিফেন্সে গঞ্জালো মন্তিয়েলের অনুপস্থিতি নিয়ে মহা বিপাকে লিওনেল স্ক্যালোনি। তবে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নিয়েই লড়াইয়ের বার্তা দিলেন তিনি।

 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি। সে আসলেই আস্বস্তি বোধ করছে। দুর্ভাগ্যবশত তাকে আমরা এই ম্যাচে পাচ্ছি না। এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। তারপরও আমাদের চেষ্টা করতে হবে। মাঠে কাকে পেলাম কিংবা পেলাম না সেটা নিয়ে বসে থাকার সুযোগ নেই। কারণ আমরা খুবই কঠিন একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি।’

 

আরও পড়ুন: ভিনিসিউসের বাঁকানো শটের গোলে এক লাফে টেবিলের দুইয়ে ব্রাজিল

 

১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আর্জেন্টিনার সামনে সুযোগ এই উইন্ডোতেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। মেসির অভাব পূরণে রাইট সাইডে চেষ্টা করবেন নিকো গঞ্জালেস, লাউতারোর জায়গায় এই ম্যাচে সুযোগ পাচ্ছেন কোরেয়া।

 

কঠিন ম্যাচে আর্জেন্টিনার ভরসার নাম ম্যাক অ্যালিস্টার। দুর্দান্ত ছন্দে আছেন লিভারপুলের এই মিডফিল্ডার। ফরোয়ার্ড লাইনে ইনফর্ম হুলিয়ান আলভারেজে আস্থা আছে স্ক্যালোনির। জাতীয় দলে এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পলের ইমপ্যাক্ট ব্যাপক। এছাড়াও দিবু মার্তিনজ আর কুতি রোমেরো আছেন ভক্তদের দুশ্চিন্তা কমাতে।

 

আরও পড়ুন: হামজাকে নিয়ে ভারতের কোচ কী বললেন

 

এদিকে, ব্রাজিল ছন্দে ফেরায় টেবিলের দুই নম্বর পজিশন হারিয়েছে উরুগুয়ে। ম্যাচ জিতলে তারা আবারো ফিরে পাবে পুরনো অবস্থান, একই সঙ্গে ব্যবধান কমবে টপারদের সঙ্গে। এই ম্যাচে লা সেলেস্তের জন্য বড় অনুপ্রেরণা প্রথম লেগে পাওয়া জয়। পাশাপাশি নুনেজ, আরাউহো, ভালভার্দের মতো তারকাদের নিয়ে তিন পয়েন্টের স্বপ্নই দেখছেন মার্সেলো বিয়েলসা।

]]>
সম্পূর্ণ পড়ুন