মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

৪ দিন আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় হাওরের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আওয়াল হোসেন (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আওয়াল হোসেন ওই গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিকেলের দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে গরু আনতে মাঠে যান কৃষক আওয়াল হোসেন। এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি মাঠেই পড়ে যান। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন, তবে ততক্ষণে তিনি মারা যান।

 

আরও পড়ুন: নেত্রকোনায় কৃষককে পিটিয়ে হত্যা

 

পুলিশ কর্মকর্তা আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় প্রশাসনের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন