মাউন্ট-সেসকোর গোলে জয়ে ফিরলো ম্যান ইউনাইটেড

৬ দিন আগে
সান্ডারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ পর আবার জয়ে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার (৪ অক্টোবর) প্রিমিয়ার লিগের ম্যাচে প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। ম্যাচের ৮ মিনিটে প্রথম গোলটি করেন মাউন্ট। আর ৩১ মিনিটে দ্বিতীয় গোলটি আসে সেসকোর পা থেকে।

ঘরের মাঠে জিতে আপাতত অষ্টম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। ৭ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১০। ১ ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে ৭ নম্বরে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সান্ডারল্যান্ড। 

 

আরও পড়ুন: যে কারণে বেলিংহ্যামকে দলে রাখেননি কোচ

 

আগের রাউন্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ে ফেরার লক্ষ্যে মাঠে নেমে অষ্টম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ব্রায়ান এমবুমোর ক্রস বক্সে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরাল শটে লক্ষ্যভেদ করেন মাউন্ট। 

 

৩১তম মিনিটে ব্যবধান বাড়ান সেসকো। স্বাগতিকদের ফ্রি-কিক সফরকারীরা ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর কাছ থেকে গোলটি করেন তিনি। ইউনাইটেডের হয়ে টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

 

আরও পড়ুন: স্পেনের স্কোয়াডে ইয়ামাল, বার্সেলোনা চোটের কথা জানানোর পর দলে পরিবর্তন

 

পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য ১৫ শট নিয়েছিলো ইউনাইটেড, তার মধ্যে লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ৬টি। বিপরীতে সান্ডারল্যান্ড শট নিয়েছিলো ৮টি, তার মধ্যে লক্ষ্যে ছিলো মাত্র ৩টি।

]]>
সম্পূর্ণ পড়ুন