মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে মোংলা কোস্ট গার্ড

১৯ ঘন্টা আগে
প্রজনন মৌসুমে ‘মা ইলিশ’ রক্ষায় বিশেষ অভিযান শুরু করেছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টা থেকে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে সুন্দরবনসংলগ্ন নদী ও সমুদ্র উপকূলে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে অভিযান ও টহল জোরদার করেছে তারা।

একই সঙ্গে জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মা ইলিশ রক্ষায় সরকারি আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন কোস্ট গার্ড সদস্যরা।

 

বুধবার দুপুরে মোংলা সুন্দরবনসংলগ্ন পশুর নদীর ত্রিমোহনায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লে. কমান্ডার আর।

 

তিনি বলেন, ‘দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তার পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মা ইলিশ সংরক্ষণ ও জাটকা নিধন প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।’

 

মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সুন্দরবনসংলগ্ন নদ-নদী ও সমুদ্র উপকূলে দিন-রাত ২৪ ঘণ্টা টহল, গোয়েন্দা নজরদারি এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

 

আরও পড়ুন: খুলনার জাহাজ মেরামত শিল্পে ধস

 

লে. কমান্ডার আবরার হাসান বলেন, ‘আমরা বিশ্বাস করি আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য। মৎস্যজীবী ভাইদের আহ্বান করছি, সবাই মিলে কোস্ট গার্ডকে সহযোগিতা করুন। তাহলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ মৎস্য ভান্ডার রেখে যেতে পারব।’

 

তিনি আরও জানান, বাগেরহাট জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, পুলিশ ও বন বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

উল্লেখ্য, সম্প্রতি বঙ্গোপসাগর, সুন্দরবন ও পশুর চ্যানেলে ট্রলার ও ফিশিং বোটের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার, কারেন্ট জাল ও বিষ দিয়ে মাছ ধরার কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। তবে কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানের ফলে এসব কর্মকাণ্ড অনেকটাই কমে এসেছে বলে জানায় সংস্থাটি।

]]>
সম্পূর্ণ পড়ুন