বুধবার (১৬ জুলাই) দুপুরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানা পুলিশ বিএসএফের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, বুধবার সকালে মাটিলা গ্রামের কুঞ্জের মাঠসংলগ্ন কোদলা নদীর ভারতীয় অংশে মরদেহটি ভেসে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে বিষয়টি আমাদের অবগত করেন। পরে আমরা বিএসএফকে জানালে তারা ঘটনাস্থলে পুলিশ নিয়ে আসে এবং মরদেহটি উদ্ধার করে।
তিনি জানান, উদ্ধারকৃত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কেউ নিখোঁজ রয়েছেন বলে কোনও আনুষ্ঠানিক দাবি করা হয়নি। ফলে মরদেহটি বাংলাদেশি কোনো নারীর কি না, তা নিয়েও সংশয় রয়ে গেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
মরদেহ উদ্ধারের সময় নদীর দুই তীরে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়। বিশেষ করে সীমান্ত ঘেঁষা মাঠিলা গ্রাম এবং ভারতীয় কুলিয়া গ্রাম থেকে বহু মানুষ ভিড় করে ঘটনাস্থলে।