মহেশখালীকে বন্দুক ও গুলিসহ আটক ৩

৩ সপ্তাহ আগে
কক্সবাজারে মহেশখালীর কালারমারছড়ায় বিশেষ অভিযান চালিয়ে দেশিয় তৈরি তিনটি বন্দুক ও পাঁচটি গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।


আটকরা হলেন- মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকার মৃত মনসুর আলম ওরফে রসুর ছেলে মো. তারেক (২২), একই এলাকার মৃত মো. শাহ আলমের ছেলে মো. ফারুক (১৯) ও মৃত আব্দুস সালামের ছেলে সালাউদ্দিন ওরফে কামাল উদ্দিন (২৬)।


মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক বলেন, মঙ্গলবার ভোরে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা এলাকায় কতিপয় সশস্ত্র লোকজন অপরাধ সংঘটনের উদ্দ্যেশে জড়ো হওয়ার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এতে সন্দেহজনক এলাকাটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭ থেকে ৮ জন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ৩টি বন্দুক ও ৫টি গুলি উদ্ধার করেছে।


আরও পড়ুন: কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৯


ওসি বলেন, আটকরা চিহ্নিত সন্ত্রাসী। অস্ত্র, ডাকাতি ও মৎস্যঘের দখল সহ নানা অপরাধে জড়িত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান মঞ্জুরুল হক।

]]>
সম্পূর্ণ পড়ুন