সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মহানগরীর দক্ষিণ কার্যালয়ে এ বিষয়ে এক যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের সার্বিক বিষয়ে আলোচনা-পর্যালোচনা শেষে মঙ্গলবারের মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্নকরণে প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রস্তুতি গ্রহনের জন্য দায়িত্বশীলদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, মুহাম্মদ শামছুর রহমানসহ মহানগরীর কর্মপরিষদের সদস্যরা।
আরও পড়ুন: আলোচনায় সমাধান না হলে, আন্দোলন অব্যাহত থাকবে: আজাদ
এছাড়া মহানগরীর সকল থানা ও বিভাগীয় দায়িত্বশীল নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।
]]>

২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·