সৌদি আরবের রয়্যাল কোর্ট থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, প্রিয় নবী মুহাম্মদ (সা.)–এর সুন্নত অনুসরণে সারা রাজ্যে একযোগে সালাতুল ইসতিসকা আদায়ের নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সাউদ। উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, এই নামাজ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ (২২ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি) তারিখে।
পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত এ নামাজে বিশ্বজুড়ে মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত কামনায়।
আরও পড়ুন: এবার নষ্ট মোবাইল দান করার সুযোগ আস-সুন্নাহ ফাউন্ডেশনে
ইমাম শায়েখ ইয়াসির আল দাওসারি নামাজে খুতবা প্রদান করবেন এবং মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তায়ালা রহমতের বৃষ্টি বর্ষণ করেন, ভূমি ও মানুষকে উপকৃত করেন এবং তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে রহমতের দরজা উন্মুক্ত করে দেন।
সালাতুল ইসতিসকা ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা নবী করিম (সা.) খরা ও পানির অভাবে আল্লাহর রহমত কামনায় আদায় করতেন। সৌদি আরবসহ বিশ্বজুড়ে মুসলমানরা এ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা, করুণা ও বরকতের বৃষ্টি কামনা করেন।
আল্লাহ তায়ালা যেন এই সালাতুল ইসতিসকার মাধ্যমে সমগ্র মুসলিম উম্মাহর ওপর রহমতের ধারা বর্ষণ করেন।
]]>
২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·