ভয়াবহ দাবানলের কবলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া

৪ সপ্তাহ আগে ১১
যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। দেশটির লাতাকিয়া অঞ্চলে ছড়িয়ে পড়া আগুন সাত ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে স্বেচ্ছাসেবী সংস্থা ‘হোয়াইট হেলমেটস’। আগুন নিয়ন্ত্রণে আসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই দাবানলের খবর জানায় সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

 

চারদিকে আগুনের লেলিহান শিখা, ছড়িয়ে পড়ছে ধোঁয়ার কুণ্ডলী। দাবানলের এমনই দৃশ্য দেখা যায় সিরিয়ার লাতাকিয়ার পাহাড়ি এলাকায়। আগুন পুরোপুরি নেভাতে দিনরাত এক করে কাজ করছেন সিরিয়ান সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবীরা। যাদের হোয়াইট হেলমেটস নামেও চেনে বিশ্ব।

 

টানা সাত ঘণ্টারও বেশি সময় ধরে চলে আগুন নেভানোর চেষ্টা। স্বেচ্ছাসেবীদের একটি দল পাহাড়ের নিচ থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। অন্য আরেকটি দল দাউ দাউ করে জ্বলে ওঠা অংশ খুঁজে বের করার চেষ্টা করে। 

 

আরও পড়ুন: জাপানে ভয়াবহ দাবানল, পুড়ল ৫ হাজার একরের বেশি বনভূমি

 

স্থানীয় গণমাধ্যম বলছে, ২০টি পৃথক জায়গায় ছড়িয়ে পড়া আগুন সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে হোয়াইট হেলমেটস। তবে দাবানলের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

 

রাতভর ফায়ার সার্ভিসের গাড়িগুলো ফ্ল্যাশিং লাইট জ্বালিয়ে পাহাড়ি পথে টহল দিয়েছে। জরুরি অবস্থার মধ্যে কাজ করলেও পাহাড়ি পথ, বাতাসের তীব্রতা এবং পানি সরবরাহ নিশ্চিত করা মূল চ্যালেঞ্জ ছিল বলে জানিয়েছেন দমকল কর্মীরা। 

 

স্থানীয়দের দাবি, দাবানল যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যেত, তাহলে তা আশপাশের বসতিগুলোতেও ছড়িয়ে পড়তো।

]]>
সম্পূর্ণ পড়ুন