বুধবার (২ এপ্রিল) সকালে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১ এপ্রিল) জমি জমার বিরোধ নিয়ে দুপক্ষের চলা সংঘর্ষ থামাতে গেলে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন হাওলাদারকে পিটিয়ে জখম করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই তিনি মারা যান।
আরও পড়ুন: সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল বিএনপি নেতার, সড়ক অবরোধ
এ ঘটনায় আজ বুধবার পুলিশ অভিযান চালিযে অভিযুক্ত মো. রিয়াদ হোনেন, মো. শাকিল, আবু সাইদ খন্দকার ও মো. শহিদুল ইসলামকে আটক করে।
বিকেলে থানায় সংবাদ সম্মেলন করে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার।
]]>