ভোলায় বিএনপি নেতা হত্যা: অভিযুক্ত ৪ জন আটক

১ দিন আগে
ভোলায় ওয়ার্ড বিএনপি নেতা জামাল হাওলাদারকে হত্যার ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) সকালে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি থেকে তাদের আটক করা হয়।

 

পুলিশ জানায়, মঙ্গলবার (১ এপ্রিল) জমি জমার বিরোধ নিয়ে দুপক্ষের চলা সংঘর্ষ থামাতে গেলে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন হাওলাদারকে পিটিয়ে জখম করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই তিনি মারা যান।

 

আরও পড়ুন: সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল বিএনপি নেতার, সড়ক অবরোধ

 

এ ঘটনায় আজ বুধবার পুলিশ অভিযান চালিযে অভিযুক্ত মো. রিয়াদ হোনেন, মো. শাকিল, আবু সাইদ খন্দকার ও মো. শহিদুল ইসলামকে আটক করে।

 

বিকেলে থানায় সংবাদ সম্মেলন করে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার।

]]>
সম্পূর্ণ পড়ুন