ভোটাধিকার নিয়ে চক্রান্ত চলছে: এ্যানি

১ দিন আগে
বাংলাদেশে ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত না হয়, সে জন্য চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে জেলা ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।


এ্যানি বলেন, বর্তমানে দেশের গণতন্ত্রকে নস্যাৎ করে দেয়ার গভীর চক্রান্ত চলছে। ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত হতে না পারে, সেই ষড়যন্ত্র চলছে। এ জন্য বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এসব চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য সবচেয়ে উত্তম এবং বলিষ্ঠ কথা বলার জায়গা সাবেক ও বর্তমান জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতারা।


ছাত্রদলের প্রবীণ ও বর্তমান নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, সবাইকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। সব জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সেই বলিষ্ঠ ভূমিকা পালনের ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং তারই নেতৃত্বে বাংলাদেশে একটি স্থায়ী সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেটাই এখন বিএনপির প্রত্যাশা।


বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে  বিএনপির প্রত্যাশা–খুব শিগগিরই দেশে একটি সাধারণ নির্বাচনের ব্যবস্থা করবে। যার মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে।
 

আরও পড়ুন: আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার: ফখরুল


এ্যানি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দাবি ঘোষণা করেছেন তা হঠাৎ করে আসেনি বা ২/১ মাসের মধ্যে আসেনি। এই একত্রিশ দফার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য কথা হলো: তারেক রহমান বলেছেন, জনগণ যদি বিএনপিকে ম্যান্ডেট দেয়, তাহলে আমরা সবাই মিলে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করব। সেই টার্গেটে পৌঁছাতে হলে সবার ঐক্য অতি প্রয়োজন। সে ঐক্য হতে হবে সুদৃঢ় ও ইস্পাতকঠিন দৃঢ় ঐক্য।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন