ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেফতার আরও ১

৩ সপ্তাহ আগে
ভৈরবে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় সোহেল (২৮) নামে আরেকজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এই নিয়ে পাথর নিক্ষেপে জড়িত থাকার অভিযোগ দুদিনে ৪ জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

গ্রেফতার সোহেল শহরের পঞ্চবটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।


ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইয়িদ আহম্মেদ জানান,  ভিডিও ফুটেজ ও বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে তাকে আটক করা হয়। জড়িতদের ধরতে রেলওয়ে পুলিশ, সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন


জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১০টার পর ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলত্তয়ে স্টেশনে থামিয়ে বিক্ষোভ করতে থাকে বিক্ষোভকারীরা। বেলা ১২টার দিকে ট্রেনের চালক হুইসেল দিলে কতিপয় উচ্ছৃঙ্খল জনতা ট্রেনের উপর বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করে ইঞ্জিনসহ কোচের ক্ষতি সাধন করে। এ ঘটনায় স্টেশন মাস্টার ১৫০ জনকে আসামি করে মামলা দায়েরের পর এ পর্যন্ত ৪ জনকে আটক করা হয়।


আরও পড়ুন: ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপ, গ্রেফতার ৩


ভৈরব রেলত্তয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইয়িদ আহম্মেদ বলেন, আমরা ভিডিও ফুটেজ ও তথ্য উপাত্তের ভিত্তিতে পঞ্চবটি এলাকা থেকে ট্রেনে পাথর নিক্ষেপে জড়িত থাকার অভিযোগে সোহেল নামের আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে দুদিনে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

]]>
সম্পূর্ণ পড়ুন