বর্তমানে মালয়েশিয়ান ওপেন খেলছেন সিদ্দিকুর রহমান। সেখানে থেকে বাংলাদেশি এই গলফার বলেন, 'ফিলিপাইনে দুই মিলিয়ন ডলারের টুর্নামেন্ট হবে। এত বড় মাপের টুর্নামেন্ট খেলতে পারলে ভালো হতো। ভিসা না পাওয়ায় ওই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে।'
ভিসা না পেয়ে আরও অনেকবারই টুর্নামেন্ট খেলতে পারেননি সিদ্দিক। তবে এবারের বিষয়টি ভিন্ন জানিয়ে তিনি বলেন, 'আমি ব্যক্তিগতভাবে এবং ফেডারেশন উভয়পক্ষ থেকে ঢাকার ফিলিপাইন দূতাবাসে যোগাযোগ করেছি। তাদের অনুরোধ করা হয়েছিল ১২-১৩ অক্টোবর যেন আমার অ্যাপয়নমেন্ট ডেট দেয়। অন্য টুর্নামেন্ট খেলে ওই দুই দিন আমি দেশে থেকে ভিসা নিতে পারবো। তারা তারিখ দিয়েছিল ৮ অক্টোবর এবং সেটা পরিবর্তনযোগ্য নয়। ওই সময় আমি ম্যাকও ছিলাম ফলে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি।'
আরও পড়ুন: সেমিতে উঠেই জারিফের চোখ শিরোপায়
চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বেশ ব্যস্ত সময় পার করবেন গলফার সিদ্দিক। ইতোমধ্যে ম্যাকাও, হংকং ঘুরে মালয়েশিয়ায় খেলছেন, সামনে যাবেন মিশর। এরপরের সফরগুলোও নির্ধারিত।
এদিকে সফরের খরচ এবং আয় সম্পর্কে সিদ্দিকুর বলেন, 'আমি একসময় অনেক টুর্নামেন্ট জিতেছি এবং অনেক জিতেছি। এখন খরচ অনেক বেশি, এবং আয় তুলনামূলকভাবে কম, কিন্তু গলফ আমার প্যাশন। ফলস্বরূপ, এটি আমার খরচ হলেও, আমার আনন্দ খেলা।'

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·