ভালোভাবে খোঁজ খবর না নিয়েই ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত নিয়োগ দেন স্টারমার!

৩ সপ্তাহ আগে
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সাথে সম্পর্কের বিষয়টি সম্পূর্ণরূপে যাচাই না করেই লর্ড ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছিলেন।

মার্কিন অর্থদাতা ও যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণস্বরূপ একগুচ্ছ ইমেইল প্রকাশের পর বৃহস্পতিবার তাকে বরখাস্ত করা হয়। 
 

দ্য টেলিগ্রাফ জানায়, ডিসেম্বরে তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ঘোষণার সময়, লর্ড ম্যান্ডেলসনকে জেফ্রি এপস্টাইনের সাথে সম্পর্কের বিষয়ে হালকা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

 

আরও পড়ুন:এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ফাঁস, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বরখাস্ত


ঘোষণার আগে, প্রয়াত অর্থদাতা এবং দোষী সাব্যস্ত শিশু যৌনকর্মী এপস্টাইনের সাথে ম্যান্ডেলসনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রীকে মন্ত্রিপরিষদ অফিসের নীতিশাস্ত্র দল তথ্য সরবরাহ করে বলে জানানো হয়।

 

এরপর লর্ড ম্যান্ডেলসনকে স্যার কিয়ারের পক্ষ থেকে তিনটি প্রশ্ন ইমেল করা হয়। যার মধ্যে এপস্টাইনের সাথে তার সম্পর্ক কতদিন ছিল, কেন তিনি তার বাড়িতে ছিলেন এবং এপস্টাইন-সমর্থিত একটি দাতব্য প্রতিষ্ঠানে তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন ছিল।

 

তার উত্তরগুলো হয়ত প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করেছিল এবং গত বছর ম্যান্ডেলসনকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করেছিলেন স্টারমার।

 

পররাষ্ট্র দপ্তর কর্তৃক পরিচালিত আনুষ্ঠানিক যাচাই-বাছাই প্রক্রিয়া, যার মধ্যে একটি সশরীরে সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল, নিয়োগ প্রকাশের পরই শুরু হয়েছিল।


পরে ফেব্রুয়ারিতে ম্যান্ডেলসন ওয়াশিংটনে তার পদে যোগদান করেন। সে সময় কোনো উদ্বেগজনক বিষয় উল্লেখ করা হয়নি।

 

তবে, শনিবার রাতে ডাউনিং স্ট্রিটের সূত্র বিবিসিকে জানিয়েছে যে লর্ড ম্যান্ডেলসন সে সময় পুরোপুরি সত্য তথ্য দেননি।


শনিবার ক্রমবর্ধমান চাপের মুখে, হোয়াইটহল সূত্রগুলো পররাষ্ট্র দপ্তরের উপর দোষ চাপানোর চেষ্টা করেছিল, প্রশ্ন তুলেছিল ভালোভাবে যাচাই-বাছাই করেনি।

 

একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেছেন যে যাচাই প্রক্রিয়াটি আরও ভালোভাবে করা উচিত ছিল। 


কিন্তু বাণিজ্য সচিব নিয়োগ প্রক্রিয়ার পক্ষে যুক্তি দেন এবং নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই লর্ড ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করা হয়েছিল বলে অস্বীকার করেন।

 

ব্যবসায় সচিব বলেন যে, লর্ড ম্যান্ডেলসন যখন নিযুক্ত হন, তখন এপস্টাইনের সাথে তার বন্ধুত্বের বিষয়ে ডাউনিং স্ট্রিটের কাছে মিডিয়ার মতোই তথ্য ছিল।

 

লর্ড ম্যান্ডেলসন এবং এপস্টাইনের মধ্যে অতীতের ইমেল প্রকাশ্যে আসার কয়েক ঘন্টা পরে, বৃহস্পতিবার সকালে তাকে বরখাস্ত করা হয়।

 

আরও পড়ুন:ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনারের পদত্যাগ

 

শিশু যৌন অপরাধের জন্য এপস্টাইনের তদন্ত চলছে বলে প্রকাশ পাওয়ার পর পাঠানো বার্তাগুলোতে তাকে তাড়াতাড়ি মুক্তির জন্য লড়াই করার আহ্বান জানান ম্যান্ডেলসন। 

 

সূত্র: দ্য টেলিগ্রাফ

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন