ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

৩ সপ্তাহ আগে
এক দশকের বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। তবে এসিসি বা আইসিসি আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রায়ই মুখোমুখি হয় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। দীর্ঘদিন পর রোববার (১৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। হাইভোল্টেজ এই ম্যাচে টসে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

এশিয়া কাপের আজকের ম্যাচটা অতীতের যেকোনো লড়াইয়ের চেয়ে অনেকটাই ভিন্ন। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সামরিক উত্তেজনা দুই দেশের সম্পর্ককে আরও কঠিন করে তুলেছে। এরপর প্রশ্ন ওঠে, এখনও কি আন্তর্জাতিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলবে পাকিস্তান? 

 

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করার দাবি জানিয়ে আসছিল অনেকেই। তবে সেসব ছাপিয়ে অবশেষে মাঠে নামতে যাচ্ছে দুই দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত সাড়ে ৮টায়।

 

আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে ম্যাচে প্রতীকী প্রতিবাদ জানাবে ভারত 

 

 

এশিয়া কাপে দুই দলের শুরুটা হয়েছে দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫৭ রানে গুটিয়ে দেয়ার পর ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালায় ভারত। অভিষেক শর্মা ও শুভমান গিলদের ব্যাটে ৪.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় সূর্যকুমার যাদবের দল। অপর দিকে ওমানকে ৯৩ রানে হারিয়ে শুরুটা ভালো হয়েছে পাকিস্তানেরও।

 

পেহেলগাম ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম ম্যাচ হওয়ায় স্বাভাবিকভাবেই বাড়তি উত্তেজনা থাকবে। তবে দুই দলই ম্যাচ জিততে বেশ আত্মবিশ্বাসী।

 

আরও পড়ুন: পাঁড় ক্রিকেট ভক্তও পাকিস্তানি ক্রিকেটারদের চেনে না

 

 

ভারত: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী। 

 

পাকিস্তান: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আঘা (অধিনায়ক), হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, সুফিয়ান মুকিম এবং আবরার আহমেদ।

]]>
সম্পূর্ণ পড়ুন