আফগান-ভিত্তিক গণমাধ্যম টোলো নিউজ বুধবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, নয়াদিল্লিতে এক বৈঠকে আমির খান মুত্তাকি আফগানিস্তান এবং ভারতের মধ্যে বাণিজ্য ও পরিবহন সম্প্রসারণের ওপর জোর দেন।
দিল্লি-কাবুল দ্বিপাক্ষিক বাণিজ্য এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলেও উল্লেখ করেন মুত্তাকি।
ভারতীয় ব্যবসায়ীদের আফগানিস্তানে বিদ্যমান সুযোগের সদ্ব্যবহার করতে এবং খনি, জ্বালানি, ওষুধ শিল্প এবং অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করার আহ্বান জানান আফগান মন্ত্রী।
আরও পড়ুন: আফগানিস্তানে ফের হামলা, কিছুক্ষণ পরই ‘যুদ্ধবিরতি’ ঘোষণা পাকিস্তানের
আমির খান মুত্তাকি আরও বলেন,
আমরা বাণিজ্য সম্প্রসারণের জন্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিষয়েও আলোচনা করেছি। আপনারা জানেন যে, গত বছর আমাদের বাণিজ্য এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং আমরা এই সংখ্যা বাড়ানোর জন্য কাজ করছি। আমরা স্বাস্থ্য খাত নিয়েও আলোচনা করেছি, কারণ এই ক্ষেত্রে আফগানিস্তানে উল্লেখযোগ্য চাহিদা রয়েছে।
একই সময়ে, ভারতে কিছু ব্যবসায়ী এবং আফগান বাসিন্দাদের সাথে এক বৈঠকে আত্তারি-ওয়াঘা ক্রসিং বন্ধের কথা উল্লেখ করেন মুত্তাকি।
জানান, তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে এটি পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করেছেন।
আরও পড়ুন: দাবি মুখপাত্রের /পাকিস্তানি বাহিনীর ট্যাঙ্ক জব্দ করে চালিয়ে নিয়ে গেল তালেবান! (ভিডিও)
সূত্র: টোলো নিউজ
]]>

১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·