ইন্দোরে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৮৮ রানের পুঁজি পায় ইংল্যান্ড। জবাবটাও ভালো দিয়েছে ভারত। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। পুরো ওভার খেলে ৬ উইকেটে ২৮৪ রান পর্যন্ত করতে পারে ভারত। তাতে ৪ রানে জয় পায় ইংল্যান্ডের নারী দল। আর তারই সঙ্গে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করে তারা।
ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় ইংল্যান্ড। ট্যামি ও জোন্সের ওপেনিং জুটি থেকে আসে ৭৩ রান। ট্যামি বিউমন্ট ফিরে গেলেও হেদার নাইটের সঙ্গে জুটি বাধেন জোন্স। তবে তাদের জুটি বেশি বড় হয়নি। ব্যক্তিগত ৫৬ রান করে আউট হন জোন্স।
তবে নাইট খেলেন এক অবিশ্বাস্য ইনিংস। ৯১ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০৯ রান করেন নাইট। বাকিদের মধ্যে অধিনায়ক ন্যাট ব্রান্ট ৩৮ ছাড়া কেউ ভালো করতে পারেননি। তাতে ৮ উইকেটে ২৮৮ রানের পুঁজি পায় ইংল্যান্ড।
আরও পড়ুন: সেমিতে খেলার আশা বেঁচে আছে বাংলাদেশের, বাকি দলের সমীকরণ কী?
জবাবে ভারতের তিন ব্যাটার ফিফটি পেয়েছেন। মাধানার ৮৮ ছাড়াও অধিনায়ক হরমনপ্রীত কৌর ৭০ এবং দীপ্তি শর্মার ৫০ রানের দুর্দান্ত ইনিংসও ভারতকে জয় এনে দিতে পারেনি। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৪ রান। তবে ৯ রানের বেশি নিতে পারে না তারা। যার ফলে ৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ের ফলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো ইংল্যান্ড। এদিকে ইংল্যান্ডের কাছে হারলেও এখনও সেমিফাইনালে যেতে পারে ভারত।

২ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·