ভারতীয় ক্রিকেটারদের জন্য দুবাই যেন সেকেন্ড হোম। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এশিয়া কাপ। টিম ইন্ডিয়ার ঘাঁটি সংযুক্ত আরব আমিরাতের এই লাক্সারিয়াস সিটি। বুর্জ খলিফার সামনে কুলদীপ-রিঙ্কু-আর্শদীপরা সন্ধ্যাটা বেশ উপভোগ করেছেন। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের হাইপও তো এই আইকনিক টাওয়ারের মতো আকাশ-ছোঁয়া। ১৪ সেপ্টেম্বরের ম্যাচটা নিকট অতীতের সব সুপার ক্ল্যাসিকোকে ছাড়িয়ে যাবে, ধারণা করছেন অনেকেই।
পেহেলগাম কাণ্ডের পর লড়াইটা আর ২২ গজে সীমাবদ্ধ নেই। দুবাইয়ের বিগ ফাইটে বড় একটা অংশ জুড়ে থাকবে দুদেশের ইগো। দ্বন্দ্বের জেরে দুবাইয়ে ক্ল্যাসিকোর টিকিটও কিনছেন না দর্শকরা। ভারতের বিভিন্ন মহল থেকে পাকিস্তানিদের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দেয়া হচ্ছে।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে সমর্থকদের সীমা লঙ্ঘন না করার অনুরোধ সাবেক ক্রিকেটারের
সাবেক ক্রিকেটারদের আসর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে ২টি ম্যাচ বয়কট করেছিল ভারত। তবে, এশিয়া কাপের মতো প্রেস্টিজিয়াস ইভেন্টে তেমন কিছু না করার সম্ভাবনাই বেশি। যদিও ইন্ডিয়ার অনেক সাবেক ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের পক্ষে। সবশেষ হরভজন সিং বেশ কড়া ভাষায় তেমনটাই বলেছেন।