শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ দেশে ফিরেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে দেশের মাটিতে ভারতের বিপক্ষেও সাদা বলের সিরিজ খেলার কথা ছিল টাইগারদের।
টানা সিরিজ থাকায় ক্রিকেটারদের ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করার সুযোগ হয়ে উঠে না কোচিং স্টাফের। যে কারণে আগস্টের ফাঁকা সময় কাজে লাগিয়ে ক্রিকেটারদের নিয়ে কাজ করতে চান ফিল সিমন্স। আমিনুল ইসলাম বুলবুলও ক’দিন আগে নিশ্চিত করেছেন যে, টাইগারদের প্রধান কোচই নাকি এই সময়ে নতুন করে সিরিজ চাননি।
আরও পড়ুন: সোহান নির্বাচকদের সুনজরেই আছেন: ফাহিম
এদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (১৬ জুলাই) বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান দল। শ্রীলঙ্কার বিপক্ষে আজ শেষ টি-টোয়েন্টি খেলে কাল (বৃহস্পতিবার-১৭ জুলাই) দেশে ফিরবেন বাংলাদেশের ক্রিকেটাররা। মাঝখানে দুই দিন বিরতি দিয়ে ২০ জুলাই পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।
আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপ ভাবনায় রেখে টি-টোয়েন্টিতে ‘ভালো’ উইকেট তৈরির ভাবনা ছিল বিসিবির। তবে টানা বৃষ্টিতে উইকেট ঢাকা থাকায় সেটি কতটা সম্ভব হবে, এ নিয়ে সংশয় রয়েছে নাজমুলের। তবে এশিয়া কাপের আগে যে দলে নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষা হবে না, এমন কথা জানিয়েছেন নাজমূল।
আরও পড়ুন: ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে রিশাদ, এগিয়েছেন লিটন-ইমন
বুধবার মিরপুরে সাংবাদিকদের এ নিয়ে নাজমূল বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, ওই সময়টায় আমরা ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কি না। এর আগেও আমরা এ রকম করেছি। ‘এ’ দলের সঙ্গে খেলেছিল জাতীয় দল। সে রকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের পরিকল্পনা।’
এরপর বিসিবির নতুন পরিকল্পনা জানিয়ে নাজমূল বলেন, ‘এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সঙ্গে আমরা খেলতে পারি কি না, বা বাইরে কোথাও গিয়ে খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কি না, কোনো সুযোগ পাওয়া যায় কি না। সে জিনিসগুলো আমরা দেখছি। যদি সুযোগ না হয়, তাহলে আমরা ইন্টারনালি হয়তো খেলব।’
]]>