‘ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটের ভরসা নিয়ে খেলছে না’

৪ সপ্তাহ আগে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য দলগুলো একাধিক ভেন্যুতে, কারো কারো পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে দৌড়াদৌড়ি করতে হয়েছে। স্বাগতিক পাকিস্তানকেও সেই ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সে তুলনায় আসল স্বাগতিক ধরা যায় ভারতকে, তাদের সবগুলো ম্যাচই হচ্ছে দুবাইয়ের মাঠে।

একই মাঠে খেলা ভারতকে ভ্রমনের ঝক্কি পোহাতে হচ্ছে না। একই হোটেলে থেকে একই নেটে অনুশীলন করতে পারছে তারা। অন্য দলগুলোর চেয়ে দুবাইয়ের উইকেটও তারা বেশি ভালো বুঝতে পারছে। এটাকে অনেকে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন। কিন্তু বিসিসিআই সহসভাপতি রাজিব শুক্লা বলছেন যে সুবিধার কথা বলা হচ্ছে সেটা তাদের প্রয়োজন নেই।


রাজিব শুক্লা বলেন, ‘ভারত এমন একটা দল যাদের আসলে উইকেট নিয়ে বাড়তি কোনো সুবিধার প্রয়োজন হয় না। দুবাইয়ে আমরা সুবিধা পাচ্ছি বলে যেটা ছড়ানো হচ্ছে তার কোনো ভিত্তি নেই। শুধু ভারত কেন, পাকিস্তানও যদি সেখানে খেলতো তাদের সঙ্গেও এমনটি হতো।’


আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নিয়ে নাখোশ মিলার ফাইনালে কোন পক্ষে?


ভারত জাতীয় দলকে পাকিস্তানে আনতে চেষ্টার কোনো কমতি ছিল না পিসিবির। কিন্তু নানা অযুহাতে ইমরান খানের দেশে আসেননি রোহিত-কোহলিরা। অথচ বিসিসিআইর বড় কর্তারা দিব্যি বিরিয়ানি-কাবাব খেয়ে বেড়াচ্ছেন পাকিস্তানে। ক্রিকেটারদের নিয়ে তবে কেন দ্বিচারিতা? এই প্রশ্নে বিসিসিআই সহসভাপতি দায় চাপালেন ভারত সরকারের কাঁধে।


রাজিব শুক্লা বলেন, ‘দেখুন ভারত ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। তবে এটা এমন একটা বিষয় যেখানে ভারত সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে। আমি আবারও বলব ভারতের পাকিস্তান না আসার পেছনে সম্পূর্ণ সিদ্ধান্ত সরকারের। এখানে বিসিসিআইর সদিচ্ছার অভাব নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।’

]]>
সম্পূর্ণ পড়ুন