ব্রিটিশ প্রতিনিধি দলকে জামায়াতের ৫ প্রস্তাব

৪ দিন আগে
ঢাকায় সফররত যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক প্রতিনিধি দলের কাছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে ৫টি প্রস্তাবনা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

একইসঙ্গে দলটি পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি কার্যকর করার বিষয়েও প্রস্তাব রেখেছে।


সোমবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।


তিনি বলেন, জামায়াত বিচার ব্যবস্থার সংস্কারের দাবি পূরণ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছে। জবাবে সঠিক নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশকে সহযোগিতার কথা জানিয়েছে যুক্তরাজ্য।
 

আরও পড়ুন: বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতা চায় না জামায়াত: গোলাম পরওয়ার


ঘণ্টাব্যাপী এই দ্বিপাক্ষিক বৈঠকে তিন নারী নেত্রীসহ জামায়াতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।


নির্বাচন ছাড়াও এদিনের বৈঠকে বাংলাদেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং যুক্তরাজ্য থেকে বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান অধ্যাপক মুজিবুর রহমান।


মুজিবুর রহমান বলেন, ‘নারীর ক্ষমতায়ন কর্মসূচির আওতায় জামায়াতে ইসলামী নারীদের শিল্পখাতসহ নানা বিষয়ে অংশগ্রহণ বাড়িয়েছে আমরা প্রতিনিধি দলকে জানিয়েছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন