জানা গেছে, গত ১৫ দিন আগে তারা বান্দরবান এসে ফল ব্যবসা করার কথা বলে ওই এলাকায় বাসা ভাড়া নেন। এরপর থেকে তারা ওই বাসায় বসবাস করে আসছিলেন। এলাকায় তাদের সঙ্গে কারও পরিচয় ছিল না। জরুরি কাজ ছাড়া তারা বাসা থেকে তেমন একটা বের ও হতেন না। সম্প্রতি তারা আলোচনায় আসার পর রোববার ঢাকার সিআইডির একটি দল বান্দরবান জেলা পুলিশের সহায়তায় রোযাংছড়ি বাস স্টেশন এলাকার সেই বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল করিম বলেন, সম্প্রতি নিউজ হওয়ার পর গ্রেফতার এড়াতে ওই যুগল ১৫ থেকে ১৬ দিন আগে বান্দরবান এসে বাসা ভাড়া নেন। বাসা ভাড়া নেয়ার সময় তারা এখানে ফল ব্যবসা করবেন বলে জানান বাড়িওয়ালাকে। এর আগে তারা চট্টগ্রামের কল্পলোকে ছিলেন। সেখান থেকে তারা বান্দরবান এসে আশ্রয় নেন। গতকাল সিআইডির টিম আসলে জেলা পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেফতার করে ঢাকা নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: পর্ন তারকা যুগলকে গ্রেফতার নিয়ে ব্রিফ করবে সিআইডি
উল্লেখ্য, আলোচিত যুগল পর্ন ভিডিও বানিয়ে তা আন্তর্জাতিক পর্ন সাইডে আপলোড করতেন। এবং তারা বিভিন্ন গ্রুপ খুলে সেখানে অন্যদেরও পর্ণ ভিডিও বানাতে উৎসাহিত করতেন।

২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·