বোলারদের নৈপুণ্যে ঢাকাকে হারাল রংপুর

৩ দিন আগে
সিলেটে এনসিএলে ঢাকা মেট্রোকে ৩ উইকেটে হারিয়েছে রংপুর বিভাগ। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৯০ রান করে ঢাকা। জবাব দিতে নেমে ৫৪ বল হাতে রেখে জয় তুলে নেয় আকবর আলীর দল। এদিকে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বরিশাল ও রাজশাহীর মধ্যকার ম্যাচ।

টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে ঢাকা মেট্রো। শুরুতে ভালো সূচনা এনে দেন সাদমান ইসলাম ও মাহফিজুল ইসলাম। তবে দলের প্রত্যাশা পূরণ করতে পারেনি দুই ওপেনার। আগের ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া সাদমান ১০ রানে ফেরেন। ওয়ানডাউনে নামা আনিসুল ইসলাম রানের খাতা না খুলেই আউট হোন। একই ওভারে ২০ রানে সাজঘরে ফেরেন মাহফিজুল।


এরপর আর উইকেটে থিতু হতে পারেনি ঢাকা মেট্রোর ব্যাটাররা। মিডল অর্ডারে একমাত্র তাহজিবুল ইসলাম ছাড়া আর দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি কেউ। আবু হাসিম, রাফিউজ্জামান ও জাহিদ জাবেদের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকার ব্যাটাররা। ইনিংসের শেষ দিকে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা চালান অধিনায়ক রাকিবুল হাসান ও শহিদুল ইসলাম। তাদের ইনিংসে ভর করে ৮ উইকেটে স্কোরবোর্ডে ৯০ রান তোলে ঢাকা।


ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসীভাবে ব্যাট চালায় রংপুর। তবে একই দুর্দশা দেখা দেয় রংপুরের ব্যাটিং লাইন আপে। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারাও। পাওয়ার প্লে'তে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে রংপুর। পঞ্চম উইকেটে ১৯ রানের জুটি গড়েন আকবর আলী ও জাহিদ জাভেদ।


আরও পড়ুন: জয়ের ‘প্রথম’ সেঞ্চুরিতে উড়ে গেল সিলেট 


সপ্তম ওভারে ১৭ রানে থাকা আকবরকে ফেরান শহীদুল ইসলাম। আকবর আউট হওয়ার পর দলের হাল ধরেন জাহিদ। দল যখন জয় থেকে মাত্র কয়েক রানে দূরে, তখন তাকে ফেরান আমিনুল ইসলাম বিপ্লব। ১১তম ওভারের শেষ বলে চার মেরে রংপুরের জয় এনে দেন মোহাম্মদ আবু হাসিম।


এদিকে আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল বরিশাল-রাজশাহী। তবে বৃষ্টির বাগড়ায় সেই ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪০ রান তোলে বরিশাল। প্রথম ওভারেই শূন্য রানে আউট হন আজমির আহমেদ। এরপর ১৭ রানে দ্বিতীয় উইকেট হারায় বরিশাল। একের পর এক উইকেট হারালেও উইকেটের অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখেন ইফতেখার ইফতি। ম্যাচে ফিফটি আদায় করে নেন এই ওপেনার। এছাড়া, ফজলে রাব্বির ব্যাট থেকে আসে ৩৯ রান।


জয়ের লক্ষ্যে নেমে ১.৫ ওভারে ১ উইকেটে ১৭ রান করে রাজশাহী। এরপর বৃষ্টির কারণেই আর ম্যাচ মাঠে গড়ায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন