বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলার আসামি মোস্তাকিম গ্রেফতার

৪ সপ্তাহ আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মো. সাইদুল ইসলাম ইয়াসিন হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. মোস্তাকিমকে (২০) গ্রেফতার করেছে র‍্যাব। গত মঙ্গলবার (৪ মার্চ) যাত্রাবাড়ীর শেখপাড়া মসজিদ এলাকা থেকে র‍্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের তথ্য জানান।


তিনি জানান, গত ১৪ আগস্ট রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সময় বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী ধারালো অস্ত্র, রড এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা মো. সাইদুল ইসলাম ইয়াসিনকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে যাত্রাবাড়ী থানার সামনে ফেলে রাখে। পরবর্তীতে স্থানীয়রা ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় মারা যান।


আরও পড়ুন: সাজিদ হত্যা মামলা: ফের রিমান্ডে সাবেক বিচারপতি মানিক


এ ঘটনায় ভিকটিম সাইদুলের মা বাদী হয়ে রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে যাত্রাবাড়ী থানার অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর আভিযানিক দল যাত্রাবাড়ীর শেখপাড়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।


পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন