বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী ওই শিক্ষার্থী মাদ্রাসায় পড়তে যাওয়ার পথে একা পেয়ে অভিযুক্ত আব্দুল সালাম তাকে এক গলিতে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা করে।
বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আব্দুল সালামকে আটক।
আরও পড়ুন: মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছে জামিনে থাকা ধর্ষণ মামলার আসামি
পরে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করে। পরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।