সোমবার (১৮ আগস্ট) দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচিতে গিয়ে তারা এই সংহতি প্রকাশ করেন।
এর আগে রোববার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে অনশন শুরু করেন শিক্ষার্থীরা।
খাবার গ্রহণ থেকে বিরত থাকার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘শিক্ষার্থীরা যেখানে না খেয়ে আছে, আমি সেখানে কীভাবে খাবার খাই।’
আরও পড়ুন: বেরোবিতে অনশনরত ৪ শিক্ষার্থী অসুস্থ
রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা বারবার বলেছি অনশন ভেঙে অবস্থান কর্মসূচি করতে। কিন্তু তারা রাজি হয়নি। তাদের এ অবস্থায় রেখে আমাদের খাওয়া সম্ভব নয়।’
এদিকে ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে চলমান অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়েছেন পাঁচ শিক্ষার্থী। তারা হলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহিদ ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুম্মানুল ইসলাম রাজ, গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন হোসেন। এর মধ্যে জাহিদুল ও মাহিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
]]>