বেটিং সংস্থার সঙ্গে জড়িত থাকায় ধারাভাষ্যকারের চাকরি গেল গ্লেন ম্যাকগ্রার

১ সপ্তাহে আগে
জেসন গিলেস্পি, ড্যারেন লেহম্যান, স্টুয়ার্ট ক্লার্ক, করবিন মিডলমাস ও জিম ম্যাক্সওয়েলদের মাঝে গ্লেন ম্যাকগ্রার নামটাই সবচেয়ে বেশি উজ্জ্বল। আসন্ন অ্যাশেজে এদের সবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) হয়ে ধারাভাষ্য দেওয়ার কথা ছিল। অন্যদের ক্ষেত্রে তা ঠিক থাকলেও সরে যেতে হলো ৫৬৩টি টেস্ট উইকেটের মালিক ম্যাকগ্রাকে।

ম্যাকগ্রাকে সরিয়ে দেওয়ার কারণ হলো বেটিং সংস্থার সঙ্গে তার সংশ্লিষ্টতা। এবিসির অবস্থান বেটিং সংক্রান্ত কার্যকলাপের বিরুদ্ধে। এটি তাদের ঘোষিত নীতি। সেই কারণেই বাদ পড়েছেন ম্যাকগ্রা। তাকে বাদ দিলেও এবিসির ধারাভাষ্যকার প্যানেলে সদস্যসংখ্যা ৬-ই থাকছে। ম্যাকগ্রার জায়গায় অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচ টম মুডিকে নিয়োগ দেওয়া হয়েছে।


সিডনি মর্নিং হেরাল্ড-এর দাবি, ‘বেট৩৬৫’ নামক একটি বেটিং সংস্থার প্রচারে রয়েছেন ম্যাকগ্রা। এই খবর প্রকাশ্যে আসার পর ম্যাকগ্রাকে সরাতে দেরি করেনি এবিসি। এই সম্প্রচারকারী চ্যানেল জানিয়েছে, ‘অ্যাশেজ় সিরিজের জন্য এবিসি ও গ্লেন ম্যাকগ্রা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে!’


আরও পড়ুন: অ্যাশেজের প্রথম টেস্টের দলে ফিরলেন উড-স্টোকস


ম্যাকগ্রাকে এবিসি সরিয়ে দিলেও অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার সময়ে সময়ে বেটিং সংস্থার সঙ্গে চুক্তি করেছেন। তাছাড়া এই ‘বেট৩৬৫’ এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান স্পনসর। অস্ট্রেলিয়ার খেলা থাকলে তাদের বিজ্ঞাপন টেলিভিশনে দেখানো হয়। এবারের অ্যাশেজ়েও হয়তো তার ব্যতিক্রম হবে না।


ম্যাকগ্রার মতো একই কারণে ২০২২ সালে এবিসির চুক্তি হারিয়েছিলেন মিচেল জনসন। সাবেক এই বাঁহাতি পেসারের চুক্তি ছিল ‘বেট নেশন’ নামে একটি সংস্থার সঙ্গে।

]]>
সম্পূর্ণ পড়ুন