সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পর্যটন বিচিত্রা। এতে বলা হয়, ১২তম এ আসরের পর্দা উঠবে ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায়। মেলায় থাকবে দেশ-বিদেশ ভ্রমণের নানা প্যাকেজ, বিটুবি সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে জানানো হয়, এশিয়ার দেশগুলোর এয়ারলাইনস, হোটেল, রিসোর্টসহ ট্যুরিজম সংশ্লিষ্ট ১৮০টি বুথে অংশ নেবে বিভিন্ন প্রতিষ্ঠান। বিশেষ করে এশিয়ার দেশগুলোর মধ্যে পর্যটন সম্পর্ক বৃদ্ধি, নলেজ শেয়ার, তুলনামূলক কম খরচে ভ্রমণপিপাসুদের আকর্ষণীয় স্পটগুলো পর্যবেক্ষণ করানোই এ আয়োজনের মূল লক্ষ্য।
আরও পড়ুন: সাদা পাথরখেকোদের দখলে পর্যটন করপোরেশনের ৫০ একর জমি, ট্যুরিজম বোর্ডের প্রাচীর গায়েব
তিন দিনের মেলায় আন্তর্জাতিক ৮টি রুটে বিশেষ অফার দেবে বাংলাদেশ বিমান। প্রধান অতিথি পর্যটন করপোশেনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা বলেন, বিশ্বপর্যটনে গুরুত্ব দিয়ে জিডিপিতে পর্যটন খাতের অবদান বৃদ্ধি করতে চায় সরকার।
১২তম এ আসরের পর্দা নামবে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা। তিন দিনের এ মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে অনলাইন রেজিস্ট্রেশনে লাগবে না প্রবেশ মূল্য। এছাড়া প্রবেশ কুপনের মাধ্যমে র্যাফেল ড্রতে দর্শনার্থীরা পাবেন এয়ার টিকিটসহ নানা ভ্রমণ ভাউচার।